যখন আমি না থাকবো এখানে,
বসন্তের মেঘ না আসবে আকাশে।
কোনো সুর না গায়ে পাখি মরণের ভয়ে,
চোখের জল না ভেসে কথা না বলে।


প্রাণ বিদায় না দিলেও হয় তো হঠাৎ,
আমার মৃত্যু নির্দেশ হল দেবে প্রত্যক্ষতায়। হৃদয়ে ফিরে আসলে এক মুহূর্তের জীবন,
আজ বুঝতে পারছি না সেটা কতটা মূল্যবান।


শেষ হলে যদি বাকী থাকে কিছু কথা,
শুধু শুনতে হবে তাকে সবাইকে কিন্তু সে কি বুঝতে পারে মৃত্যুর সময়ের মধ্যে কোন ভাবনা?


আমার মৃত্যু না হওয়া উচিত কেন,
জীবনে পাবার আশা সবার মনে?
তবে সেই এক হয়ে যাবো আমি এই জগতে,
তবু কোনো ভাবেই বিচ্ছিন্ন হব না কোনোদিন প্রিয়জনের প্রেমলোকে।


আমার মৃত্যু - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য