তুমি চলে গেছো বলে
থেমে থাকেনি ঘড়ির কাঁটা,
থেমে থাকেনি ব্যাস্ততম শহরের ব্যাস্ততম মানুষ।


তোমার চলে যাওয়াতে -
লেখা হয়নি কোনো শোক বই কিংবা সংবাদ শিরোনাম।
তুমি চলে যাওয়াতে কেবল-
আমার হৃদয় হয়ে গেছে ক্ষতবিক্ষত।
আর কোথাও কারও কিছু হয়নি।


তুমি ছিলে অন্যায়ের প্রতিবাদী কণ্ঠস্বর।
তোমার স্বপ্ন, ভাবনা, কর্ম,আর্দশ ও সততা।
যা সাহস যোগাবে হাজারো বিপ্লবীকে।


তোমার রেখে যাওয়া স্বপ্ন পূর্ণ করবে -
তোমার মতো অমন হাজারো বিপ্লবী।
তুমি চির বিদ্রোহী বীর
সালাম তোমায়।।