হঠাৎ বিষণ্ণ আকাশ,
দুর্ভোগে বাংলাদেশ।
কতজন করছে হাহাকার
শুকনো খাবার নেই,বিশুদ্ধ পানি নেই!
থাকার স্থান নেই, নিরাপদ আশ্রয় নেই।


কত প্রাণ ভেসে যাচ্ছে অতল সাগরে।
কত হাহাকার।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বন্যায় প্লাবিত দেশ
তবুও আমি নিশ্চুপ, কারন আমিই যে বাংলাদেশ।
মরছে মরুক আমার তাতে কি?
আমি তো ভালো আছি, আছে আলিশান বাড়ি।
শুন মুর্খ, স্বার্থবাদী,
অন্যের দুঃখে যদি দুঃখ নাহি হয়, তবে
তোর ঐ আলিশান বাড়ি ধ্বংসিবে শিঘ্রই।
মানুষের তরে মানুষ রহিবে,
তুলে সব ব্যবধান।
তবেই তো এই ধরনী
রহিবে ক্ষণকাল।।