একটা মাইন মাটিচাপা দিয়ে রাখতে পারতে আমার চলার পথে,
উড়িয়ে দিতে পারতে আমাকে, তা করলে না!
দুটো ককটেল অথবা একটা গ্রেনেড ছুড়ো আমার দিকে,
ক্ষতবিক্ষত করো আমাকে, তাও করছো না!
অন্তত একটা টাইম বোমা ফিট করে দাও এই শরীরে!
সময় বেধে দাও তোমার নিরাপদ দূরত্ব!
না হয় তোমার দেয়া কষ্ট ফেরত নাও।
আমার কষ্ট হচ্ছে খুব।


কিন্তু প্রিয়, অশান্তি আসবে না কোনো পথে,
আমি প্রতিশোধ নিতে৷ চাই না কষ্টের পরিবর্তে।
আমার চেষ্টা হচ্ছে পরিবর্তনের পথে,
প্রেমের আলোয় জ্বলবে মনের প্রকাশ।


আমি নির্বাণের সন্ধানে হেঁটে যাব,
শান্তির মাঝে কাটাব জীবনের রাত।
তোমার অনুগ্রহে ছাড়িয়ে দিব সব শঙ্খের শব্দ,
এ মায়াবী বিশ্ব থেমে যাবে পথ।


চেয়েছিলে আকাশের পাখি উড়িয়ে ফেলতে,
এখন শান্ত হয়ে বসেছি প্রকৃতির কোলে।
শুধু প্রেমের শক্তি দাও আমায়,
আর নয় কষ্ট এখন সময় পরিবর্তনের ।


এখনই সময় পরিবর্তনের - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য