কবিতা তো আমার কল্পনা
রূপ রসে ভরপুর দুপুর।
কবিতা কল্পনা, ইচ্ছে
হৃদয় গহিনে বেড়ে উঠা প্রেম।
অপরিচিতার রূপে কাছে আসা
কবিতা হয়ে উঠে নয়ন তারা,নীরা কিংবা লাবণ্য প্রভা।
কবিতা সেই বাঁশরী
যার সুর শোনা হয়নি এখনও।
কবিতা তো ফিরে যাওয়া হাঁটুজল নদী।
কুয়াশাচ্ছন্ন মেঠোপথ, আমার উঠানে ফুল।
কবিতা সবুজ সুনির্মল গাছের পাতা।
রক্তজবার রূপ,
কাঠগোলাপ পাগল নয়ন তারা।