জীবন একটা ভ্রমণ,
সামনে একটি ঘুরপথ,
সূর্য সবসময় ওঠে,
বরং অন্ধকার কেটে যায়।


আমরা হাঁটছি, হোঁচট খাচ্ছি ও পড়েছি,
মাঝে মাঝে চলাটা কঠিন হয়ে যায়,
কিন্তু আমাদের চলতে হবে,
আমাদের জায়গা, আমাদের ভালবাসা খুঁজে পেতে।


জীবন একটা গল্প,
অনেক অধ্যায়ের বই,
আমরা আমাদের জীবনের গল্প লিখি,
আমরা আমাদের নিজেদের অ্যাডভেঞ্চার বেছে নিই।


পথ কখনো সহজ হয় না,
কিন্তু আমাদের পথ তৈরি করতে হবে,
আমাদের সাহস ও শক্তি খুঁজে পেতে হবে,
প্রতিদিন আমাদের স্বপ্ন বাঁচিয়ে রাখতে।


জীবন একটি আশীর্বাদ,
একটি উপহার লালন করা ও ভাগ করা,
আমরা জীবনকে পরিপূর্ণভাবে বাঁচি,
দয়ালু ও যত্ন হই।


জীবন - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।