লাল টুকটুক হাসি তার-
কাজল কালো চোখ।
দিবানিশি হই উদাসী
দেখতে তার মুখ।


কন্ঠ তোমার অতি মনোহর
বিমোহিত হই সারাক্ষণ।
কর্ণে আমার বাজে বারংবার
তোমার ওই কন্ঠস্বর।


রুদ্র অম্লান দেহের গড়ন-
পুলকিত হয় মন।
সে কি চাহনি;
আহা প্রশান্তি-
হৃদয়ে ভালোবাসা।


হৃদয়ে ভালোবাসা - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য