বালিকা,  
তুমি যখন হেঁটে চলো ঐ দূর সবুজ অরণ্যে,  
তোমার লম্বা কালো চুল কোমড়ে ঝরে,  
হৃদয়ে জাগে এক অদ্ভুত সুর,  
কবি তখন মুগ্ধ হয়ে দাঁড়িয়ে থাকে দূর।  

তোমার চুলের ছন্দে মেলে প্রেমের রাগ,  
নীরব প্রকৃতি যেন পায় নতুন সুরের ঢাল,  
কবির কলম তখন কাঁপে প্রেমের ভাষায়,  
গানে মিশে যায় তোমার ঐ চুলের আবেশে।  

সবুজ পাতার ফাঁকে বাতাসে খেলে,  
তুমি এগিয়ে যাও, কবি হৃদয়ে প্রেমের মন্ত্র বয়,  
অরণ্যের পথ যেন তোমারই রঙে সেজে,  
তুমি চলে গেলে, কবির হৃদয় শুধু প্রেমের গান বয়।

অরণ্যের পথে প্রেম - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য