মানুষ বলো কাকে?
আবরণেই মানুষ শুধু -
কর্মকান্ডে নেই।
মানুষ হলে ভেদাভেদ কেনো?
অহংকার কিসের এত?


দেখলাম সেই আন্ধার রাতে
তীব্র শীতে হামাগুড়ি দিয়ে
সাহায্য চাচ্ছে দৃষ্টিপ্রতিবন্ধী বৃদ্ধ।
রাস্তায় ছিলো অতশত মানুষ
সাহায্য করেনি কেউ!


মানুষ হলে সাহায্য করতে
গুছেযেত ব্যবধান।
মানুষকে মানুষ দেখবে
এটাই হোক নিয়ম।



মানুষ মানুষের জন্য - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য