রোদের মতো উজ্জ্বল,
মৃন্ময়ী তার নাম,
এ যেনো বিধাতার অনন্য সৃষ্টি ।
সে কি চাহনি,
আহা প্রশান্তি,
হৃদয়ের ভালোবাসা বিমোহিত করে,
তার হাসি বাতাসকে উষ্ণ করে,
এটা দেখার মত একটি দৃশ্য.
মৃন্ময়ী ভালোবাসার স্পর্শ,
উদার ও সত্য,
তার হাসি একটি উপহার,
যাকে পূর্বাবস্থায় ফেরাতে পারবে না।
মৃন্ময়ী উজ্জ্বল নক্ষত্র,
রাতের আকাশ এত কালো,
সে আসে আশা ও ভালবাসা নিয়ে,
কখনো ফিরে না যাওয়ার জন্য।
অন্ধকার যাই হোক না কেন,
আলো হয়ে আসবে,
আমাকেও গোটা পৃথিবীকে ভালোবাসতে।


মৃন্ময়ী - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।