এমন নিশি থাকে যেনো হয় প্রাণবন্ত প্রতিটি মানুষের।
খোলা আকাশ, নিশি রাত।
চাঁদ হাসে মিটমিট করে
তারা এ কথা কয়।
বিমল হাওয়া, শোন শোন শব্দ।
কোলাহল শূন্য  শহর,  খোলা মাঠ।
অনুভূতিতে  অনন্য তাহার রূপ।
এ যেনে স্বর্গের পরম আবেশ।
এমনও নিশি তে তুমি আসিলে
প্রেম ও প্রীতি নিয়ে।
প্রেম ও নিঃসর্গিক রূপ  
বিধাতার অকৃত্তিম সমারোহ।