আমি বিদ্রোহী,
আমি বীর,
আমি মানি না কোনো শাসন ত্রাসন।
করি অন্যায়ের প্রতিবাদ, গাই সাম্যের গান।
হই শত্রুর শিকার তবুও সত্যে অবিচল ।


আমি নজরুল,
আমি পরশুরাম,
আমি চেঙ্গিস,
আমি কালাপাহাড়,
ভাঙিবো সমাজের সব বেড়াজাল
আনিব শান্তি শান্ত উদার।


আমি যুগে যুগে আসি ভিন্ন ভিন্ন রূপে-
ভিন্ন আত্মার খুঁজে।
আমি খুন,গুম হওয়া নিরীহ মানুষের আত্ম চিৎকার!!
আমি ভয়ংকর, আমি ভয়ংকর।
সম সাবধান অত্যাচারি।
তব ধ্বংশ হ বিনষ্ট।