সন্ধ্যা—
যেনো এক কৃষ্ণগহ্বর‚
গিলে ফেলে সমস্ত কোলাহল!


সন্ধ্যা—
একলা ঘরে উদাস বসে থাকা কেউ;
হাতে তার চিনি ছাড়া এক কাপ চা!


সন্ধ্যা—
দেখতে দেখতে হাওয়া;
সে কী আর বসে থাকে অপেক্ষায় কারও!


সন্ধ্যা—
মাড়িয়ে পুষ্প আর জ্যোৎস্নার আলো;
রাত শুধু গাঢ় হয়; গাঢ় থেকে গাঢ়!


সন্ধ্যা - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।