তোমায় আজকাল ম্রিয়মাণ লাগে
ঘন বর্ষায় ছেয়ে গেছে মুখ।
দিবারাত্রি কার ভাবনায়-
পালন করো শোক।


সেও কি তোমায় আন্ধার রাতে‚
রেখে গেছে একা?
কার লাগি মনটা কাঁদে-
হয়;সজল আঁখি ডোড়.!?


মিঠে রোদ্দুর যায় যদ্দুর
তার ছায়া ধরে ছবি আঁকতে;
যত ইচ্ছে জড়ো করো
তাকে নিয়ে ভাবতে।


মনে পড়ে কোনও এক ক্ষনে
সে দিয়েছিলো তিন সত্যি;
পথ চলার ছোঁয়া লাগতেই
শিউরে ওঠার যুক্তি!


কি কারণে কার বারণে
আজ ব্যবধানটা বাড়ালো?
চেনা শব্দ হলো জব্দ—
তিন সত্যি হাত ছাড়ালো!


সজল আঁখি ডোড় - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য