তুমি কি সন্ধ্যা তারা-?
নিয়ম করে আলো ছড়াও!
মন আঙিনায় আলতো প্রেমের—
প্রদীপ জ্বালাও?


কবিতা হবে—?
নিয়ম করে পড়বো তোমায়!
শব্দ মেলায় বিলীন হলে—
খুব যতনে খুঁজবো তোমায়।


তুমি বরং চাঁদ হও!
জ্যোৎস্না হয়ে মিশে রবো।
ভালোবাসা বিলাবো প্রাণভরে!
জগত সংসার সাক্ষী হবে।


না হয় তুমি আকাশ হও!
আমি হবো মাধবীলতা!
তোমার তরে বিলিয়ে দেবো—
আমার যতো বিশালতা।


তুমি বরং চাঁদ হও - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য