তোমার জন্য হোক আমার সকল সৃষ্টি;
তুমি যে সৃষ্টির আদি নন্দন!
তোমার স্পর্শে জেগে ওঠে চৈত্রের শুকনো মাটি,
তোমার হাসিতে ফুটে ওঠে আশ্বিনের সাদা কাশ।
সৃষ্টি প্রিয় তুমি!
তোমার চোখে লুকিয়ে থাকা কলাপাতার রং,
তোমার ঠোঁটের কোণে লেগে থাকা কৃষাণীর হাসি,
জীবনের গল্প বলে—
যা কেবল তোমারই ছোঁয়া চায়।
দেখি পুকুরে ভেসে বেড়ায় রাজহংস,
তোমার স্নিগ্ধতায় তার ডানা জুড়ে আঁকে স্বপ্নের নকশা।
তুমি যে নদীর স্রোত, মাঠের সবুজ, আকাশের নীল—
তোমার প্রতিটি ছোঁয়ায় সৃষ্টির পরম গরিমা।
তোমার জন্য হোক আমার সকল সৃষ্টি,
তুমি সৃষ্টির মায়াময় প্রতীক।
আমার কলম থেমে যায় তোমার নামে,
তবু বারবার ফিরে আসে, তোমাকেই খুঁজে।
"সৃষ্টি প্রিয় তুমি" - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য