তুমি মানুষের মেরেছো যে হক
       এই ধোঁকার আসরে,
নেকী দিয়ে, গুনা নিয়ে দিতে হবে
      সে হক কাল-হাশরে।
.
.
মিটাবে কেমনে খোদার ও হক
      এ সুক্ষণে ভাবো আজ?
গেঁথে নাও মনে খোদার হক নামাজ। .
.
তুমি আত্মীয় স্বজনরে যদি
    এতোই ভালোবাসোরে,
বুঝায়ো কি হবে নেকী হারাদের
         উপায় কাল-হাশরে?
.
.
সেরা উম্মত করে দিলো নবী
      যে জিম্মাদারী ভার!
তুমি কতটুকু পালন করেছ তার?
.
.
ওজু করে, পড়ে তওবা কলেমা
        এক হই আসো রে,
তিনি ক্ষমাশীল, দয়ালু ক্ষমিবে
      গোরে ও কাল-হাশরে।
.
.
এসো সুন্নত আঁকড়িয়া ধরি
সময় গেছে বহুত,
ওই বুঝি আসে গো মালাকুল মউত! .
.
রচনাকালঃ 3 পৌষ 1422 বাংলা


মাত্রাবৃত্ত ছন্দে রচিত