শাহজাহান সিরাজ, শাহীন


কেমনে ভালোবাসবো বলে,
কেমনে পাবো গো মন।
কেমনে দেব বর,
কেমনে তোমা করিগো আপন।

তেলবিনে কেমনে খাবো ভাজা,
যদি না থাকে মসলা-লবণ।
গিন্নি ভাষ্যে হাত কেটে কী রাধিব?
মূলেতে ক’ইলে কথা;
বাড়ে শুধু বৈরাগি যৌবন।


যেমনে হেরেছি অনেক কিছু,
ফেলে আসা সময়-
শুধু স্মৃতিতেই ক্ষয়।
হারিয়ে ফেলেছি সক্ষিত সম্পদ,  
বিকল ভবিষ্যৎ সাত্ত্বনাগীতে হারি জয়।


কেমনে লু’টে মজার ভুবন,
মূল্যে সোনা হেরিনু যখন;
আড়ালে হাসি মুখ ভ্যাংচায়।
কতজনে কত কী কয়,
কিছু শুনে হাসি,
কিছু শুনে গা শিহরায়;
ভালো-মন্দ নাকি আমারি হেলায়।


হিংসুকের রক্ত-চক্ষু ডরে,
তব কী রবো হাফিয়ে ঘরে;
তবু করি শুন্যে শুরু।
জীবনে শুধু হেরেই গেলাম,
বিনিময়ে কী দাম পেলাম;
চোরা মাইরে অট্টহাসিতে-
কী আজব! শোনালে গুরু।


পিপিলিকা বলে জান যায়,
হাতি বলে মশকারি করে।
যার ধন পুড়ে সেই তো জানে,
এত আদরে গড়িনু যারে।


"পূর্বের ফেবু আইডি ব্লক হয়েছে, নতুন আইডিতে পোষ্ট করলাম”