বড় আশা করে কাছে এলাম আলোর মুখ দেখব বলে দুখ ব্যথা ভাগাভাগি করে পরিশ্রান্ত হব কিন্তু হায় বিধি কি নিষ্ঠুর বিধান আপন ভাবতে কেন নিচিহ্নরে ভালোবাসা কী এমনো হয় যাকে আপন করে পাওয়ার ইচ্ছা সে যেন দেখেও না দেখার ভান করে দূরে ঠেলে দেয় মিথ্যা মরিচিকা শুধু স্ম্রতির বালাকণা গড়াগড়ি করে ভাবতে শেখায় বেলা অবেলায়.....|