টুনি পাখির আদার-
কভু, দরিয়ায় ফেলে বাঁদর ।
কূলের ঢেউয়ে দোল খেয়ে যায়-
কে করে গো তারে আদর।
জমের দুয়ার ছাড়বি কবে,
ওরে বাঁদরের দল।
কেমনে হল এমন শক্তি,
কে দিল বাহুবল ।


বাদের ভাত নাকি
কুত্তা-শিয়ালে খায়।
নুনে নড়লে মারে খোটা,
লাগে কি তার গায়।
কম বিপাকে না পড়লে বিড়াল
সহসা কি গাছে উঠে।
আদরে বুলায় পা,
ক্ষুধার চোটে ছুটে ।
যার যে ব্যথা সেই তো বুঝে,
কেমনে বিষ ঢালো ।
যার যা দেখার উপরটাই দেখে,
নিন্দুকের দেখে কালো ।


বস মাটি ফাটে ফাটুক,
মোর সনে দুঃখরাও চলে যাক ।
ফাও পেলে আলকাতরা খাও,
বুঝ না সে কুড়াল কি দ্যাও,  
‘সে যাতনা মোর থাকে থাক।