বাংলা মায়ের আত্মনাত দেখে-
চৈত্রের খরতা, বরষার হুরমুড় শব্দ আতঙ্কে তোলে
তার রাগান্বিত অনুভূতি;
মার মিলন আমার ভাগ্যের কি অন্ন জুটলো না মা ।
এই তো তার হা-হা কার।
তোমারে জন্ম দেওয়াটাই কি আমার পাপ;
চুনে থেকে পানে নড়লে, কর দোষী; দাও অভিশাপ।
উত্তরাঞ্চলের প্রবাদে তাই বলি-
মুই করং মাউ মাউ, মাউয়োর চোখত পানি নাই ।
তাও যাচং মাউ মাউ,
মাউ করে কোসটা বাড়ি কোসটা বাড়ি ।


দেখ, এত অহংকার ভালো না
ওদের পালন করতে দাও- হিংসা কর কেন?
তোমার অনুভূতিকে সংযত কর,
নেচে-খেয়ে উঠ তাদের মঞ্চায়নে..।
হ্যাঁ- ট্যাকা দিয়ে খামো দই,
গোয়ালু আমার কিসের সই ।
কাম করমো তায় তায়,
কি করবে মোর ভাতারের মায়।
কার জন্যে গারা কাউ গোরে,
যার যার গারাত তাই তাই পড়ে ।
এসব আরও কত কি...........।