অবসরে যখন লিখতে বসি,
স্মৃতির পাতাগুলো আমায় মনে করে দেয়;
শৈশবের আনন্দঘন ক্ষণগুলো..।


হাটতে হাটতে কত পথ পা বাড়ালাম,
তবু যেন পথের সন্ধান.. ক্লান্ত করে হাপিয়ে উঠে।
আমি ছুটে চলি স্বপ্নের মায়াজালের গভীরে
তবু খাঁচার পাখি চারদেয়ালে বন্ধি ।


কবে মুক্তধারার আনন্দে পাখা মেলবে,
স্বাধীনচেতা মনে হাওয়ায় দুলিয়ে চলবে
আজও তা অনিশ্চিত ....।


তবুও মনের কল্পনায় জাগে-
হাপিয়ে এলো বউ, ভাত বেড়ে দাও খাই,
খাওরে মেয়ে খাও, যতদিন হয় নাই সন্তানের মাও।
আমি বানি অন্যের ধান, নিজের বানি যায় দক্ষিণ পাড়া।
আরও কত কী.......ইত্যাদি।