আর কত ক্ষত ঘায়ে
দেবে রে খোঁচর।
চামড়া বেড়ে ঢাকলে পড়ে,
বাধবে রে দোর।


ঝরেছে রক্ত যত,
পড়েছে বিষ।
ক্ষতঘায়ে নতজানু,
ছিল না হদিস।


তুচ্ছ দোষরে মোরে,
করলে কষাঘাত।
শিখতে চাহে যা মন,
হলাম তাতে নিপাত।


চোখ থাকতে অন্ধ বলে,
করলে অবজ্ঞা।
চোখ ফুটলে বেড়ে যায়রে,
তাতে তার প্রজ্ঞা।


উড়ুনের দাগা, বাড়ানীর গায়ে,
ঝারলে বারে বারে।
সংকোচে সবি হারি,
প্রহসনে দাঁত নাড়ে।