হি হি হা হা
ওরে হাসির জোয়ার
প্রাণ খুলে হেসে যা।
বাঁশির প্রলাপে বেজে,
করুন সুরেতে সেজে,
‘বলি, বেশি হাসি ভালো না’
বেত্রাঘাত পেলে খাবি খা।


তবুও......................
আসরে মজে পড়ো,
বাধা না মেনে; খিটখিটানি ধরো,
ঢোল-তবলা বাজ পেলে নাচনি বুড়ি
ধা-তিন-ধিনা-তি বেজে যা।
কখনোবা আফসোস্
কার দাঁড়ি, কার মোচ
অশ্রুসজল চোখে,
বৃথা সাঁতার খা।।


হঠাৎ ঝরে অভিশাপ,
দপদপানি বাপরে বাপ
কত মরা গরু পড়ে আর মরে,
ছোট পটে ধার শুধিবে, বড় পটেতে
কেবা তারে ধরে।


গতরের খৈল-মৈলই ধোঁয়া গেছে
নাড়ি পেটে ঘা শুকিয়েছে,
যুবা হয়েছি শক্তি কী আর কম আছে।
কারে মারে, কারে বাঁচায়,
কারে কীবা করে।।
চল...।।