কার মুখে শুনলে গো তুমি
এমন মধুর ভাষা।
কার কাছে শিখলে গো তুমি
কী মায়ার ডোরে টানলে আমায়
মুগ্ধ ভালোবাসা।
কোন পেয়ালায় কীবা খেলে
মত্ত সদা; কাটে না ঘোর দশা।
বীরদর্পে ছুটে চল,
স্বপ্ন হাজার নেশা।
কার হাতে হাত রেখে
পেলে গো স্বাধীনতা।
কার কাঁধে কাধ রেখে বহ,
আগামীর পথদৃষ্টার দিশা
সৃজ মুক্তির কবিতা।
কার অবিবেচ্য বাণীতে,
কর গো বিদ্রোহ।
অধিকার আদায়ের দাবীতে,
ফেটে চৌচির রক্তে রঞ্চিত;
তবুও আগ্রহ।
কার মুখের সাড়া জাগানো বাণী,
তোমার দেহেতে সাড়া পেল।
রক্তের ক্ষত শুকায়নি সেতো,
শ্যামলের বুকে আজও জাগ্রত-
জেগে উঠা আহবানে জাগল;
আজও অবিরত জাগালো।