রূপ দেখেছি; রংয়ের ঢিব্বা দেখেছি
দেখিনি রক্তমাখা দূর্দিনের সেই কাল…।
শুধু শুনেছি আর অনুভব করেছি;
কতটা কষ্ট ও লাঞ্চনায় কেটেছে বিধ্বংসী ধ্রুবজাল..।
অন্ধকারে নিশ্চুপ; একছ’টা জোনাকির আলো,
দৃষ্টি কাড়ে চৈতন্য বিভোরে..।
অন্ধচোখে আলোর আশা
পবিত্র মনোমন্দিরে আরধনা করি;
অলৌখিক আমাজে মাথা নোয়াই-
‘রিক্ত হস্তে পাওয়া দাতার দান’।
কথার চাহুনি বুঝেও –
‘না’ বলা শুভেচ্ছামূল্য দিতে পারিনি,
না জানি, কী থেকে কোন দিকে-
‘গড়ে পড়ে কোথাকার জল’।
অর্থাভাবে সংকীর্ণ, তবু কার্পণ্যবোধের অনলে পুড়ি
কথার স্বভাবে অাপ্যায়ন আর সুকৌশলের স্বাক্ষরতা…
স্পষ্ট করতে পারিনি।
ভাবচ্ছ, কতটাই না অকৃতজ্ঞ
এমনটিতো করোনি আশা,
তব মিনারের মালা থরেথরে সাজানো,
হৃদয় নিগড়ানো শ্রদ্ধার নমুনা আছে,
শুধু কথার কথায়..
তব কিসের তাপে চাপ দিচ্ছে-
স্বপ্নপরীর তাড়নের কল্পদৃষ্টা…….।