ভোট পাইনি তাতে কী হলো?
নেতা তো হয়েছি।
দেশের কাজে মন না থাকলেও,
দল-বলে সেজেছি।
ক্ষমতা নিয়ে দাপটে চলছি,
জনগনের কীবা দরকার?
ভোটাভোটি মিছে শুধু,
ক্ষতি হলে হোক কী কার?
উন্নয়নের জোয়ার তো হায়!
বইতে থাকুক মুখেতে।
কাজে-কর্মে প্রকাশ না পাক,
ঠিক বলতে বাধ্য খনিতে।
লেবাস তো হায়! আছে নেতার-
কভূ কীবা আর দরকার?
পিচ্ছি নেতারা দল-বলে সাজি,
যোগ্যতা তো কীবা আর?
এমনে নাকি বেশ ভালো আছি,
বাড়ে বাড়ুক হা-হা কার;
বড়াই চিবে চড়ুই ভাতি-
দিকে দিকে পাড়ি ছড়াবার।
চরিত্রটা যেমনি থাকুক,
ক্ষমতার জোরে সবি মাপি।
চোখ রাঙ্গিয়ে দাপট খাটিয়ে,
বুঝাবো তো হায়! দিলে ঝাঁপি।
মানবে না তো যা ভোগার ভোগ,
তোরাই সাজা পাবি।
বিশৃঙ্খলার বিষদহে বিষে,
বাধ্য হবে মানতে দাবি।
নইলে পড়ে যত কু-কর্ম,
চলবে সারাদেশে।
আমরা তো হায়! রাজারবেশে,
চেয়ার পাবো শেষে।
এমনি যদি হয় দেশের হালচাল,
আমরা তবে কোথা যাব।
বেকারত্বের বিষদাহে কত লাঞ্চনা,
আর কত কিছু ছেঁকা খাব?
আগামী শুরুতে বর্তমানে শুভাশীষ-
সদাশয় শুভেচ্ছা
**শুভ নববর্ষ**২০২০***