টিপে দেখি, চেকে স্বাদ বুঝি,
আপন চাহিদা মিঠবে বলে।
প্রয়োজনে কাতর, সার্থক পরে-
স্বভাব-চোরের হিংস্রতা বাড়ে,
মেপে দেখি যত; বুঝি ফলাফলে।


ভাবুক মেঘ রোদেতে ডাহুক,
রংধনুর খাতা শুনেই থাকুক
ঢেকে পড়ি কুয়াশার ছলে।
রোদেলা জলে ভেসে উঠে মুখ,
শিল্পির তুলিতে অঙ্কিত সুখ
উচ্ছ্বাসের মায়া মাতৃকোলে।


সফলতার পথে ক্রটিবহ তারে,
প্রবাহে না বিদ্যুৎ গতি।
ভূলোস্রোতে বহে সিদ্ধান্ত সীমা,
মুকুটবিহীন রাজার মতি।


ভলোমনা ভাগে জাগে যত ইচ্ছাশক্তি,
কার্যসিদ্ধিতে বিলম্ব ঘটে।
যৌবনের টানে মাতৃস্বাদ লও,
প্রস্রব বেদনে অসহ্যে কাতরাও
যন্ত্রদাহ টুটে গেলে পরে,
ধাত্রীমাতারে যাও ভূলে বটে।


খুঁতখুতে স্বভাব নারিচারি করে,
রূপের আয়না পাখা মেলে ধরে-
আসল মনিরে উদ্ধার করি।
নবোদ্যমে ধারণা বিলাই,
সকলের তরে সবাতে হারাই
আপন প্রাণে আপনারে বরি।