চাইবো বলে লুকিয়ে থাকে,
দেবার ভীতিতে মারে।
জোর করে কী নেবার আছে?
এড়িয়ে চলে যারে।
নিজেই আপন ভাবলে কী আর?
আপন হয়ে গেল।
দু’মনেতে একমন না হলে,
প্রেম তব কী হলো।
দেবার বিশ্বাস পাবার আশা,
যদিই বা না থাকে।
মিছেই শুধু ছলনা বিকে,
খাবার কেবা ডাকে।
সত্যিকারের মন বলে যার,
নাই বা দেবার রয়।
অভিনয়ের ভাষায় চলা,
কেমনে তা-গো হয়।
আমার আমার করি শুধু,
আমার সে-তো নয়।
ডুকরে মরা বিবেক কভু,
আশার কবরে ক্ষয়।
এই বলে নয় সেই জানি কয়,
কেমন বলার ধরণ।
যে-যা বুঝে তার কাছে বড়,
তাতেই যেন মরণ।
চাই কভু গো পাবার আশায়,
হারাবার তরে নয়।
হাত বাড়িয়ে থাকি বলে,
বন্ধন যেন হয়।
আশায় আশায় বাসার ঘুণে,
ঘর পড়ে যে গেল।
বৃষ্টি-বাদল খোলা আকাশে,
লাঞ্চিত হতে হলো।
কি চেয়ে কীবা পেলাম,
এই মোর নিয়তি।
মিছেই শুধু চলছি-ফিরছি,
বাড়ে না কো গতি।
এমন করে কাটে জীবন,
চলে সময় ঘড়ি।
বৃথায় জীবন সিদ্ধ হলো,
বৃথায় ঘুরি-ফিরি।
৩০/০৫/২০১৯খ্রি. বৃহস্পতিবার।