শাহজাহান সিরাজ, শাহীন
================
এই দুনিয়ায় চলতে ফিরতে,
মাথা গোজার ঠাই না পেলে
কার জন্যে কার ঠেকা হয়।
কার পাকা ধান কেবা কাটে,
হক্কের হাকিম- কারে না বাটে।


মিছে জঞ্জালুর বেটির নাম।
আসল কামের খবর নাই,
ইল্লাহ্ দোকান ভূলে যাই।  
শুধু অকাম আর কু-কাম।
বাহে- ছোট মুখে বড় কথা,
শুনলে নিভা আগুন;
জ্বলায় ব্যথা।
গায়ের ফেরেস্তা গাঁ ছেড়ে যায়,
হাফিয়ে উঠে জমের বেটা।
এই মুখে খায় জুতার বাড়ি,
এই মুখে খায় ফুলের বাড়ি
শুধু কথার মারই প্যাচ- কথায়।
শোনা উল্যা শুধু শুনে যায়,
বকা উল্যা বক বকায়।
মানলে নাকি দূবা ঘাসে সারে।
কথার চোঠে যায় না থাকা,
মা বলে কেমনে যাবে ডাকা
সোনামতি বউয়ের কথা-
কে শোনার ধার ধারে।