শাহজাহান সিরাজ, শাহীন
=====================
অদৃশ্যরে দৃশ্য মাখি সদৃশ্যতে পাতা,
এই খেলাতে মাতছে পাষাণ;
মনের আয়নায় দেখা।
নীতি পাল্টে না নেতৃত্বে ঘাত,
কাজে চেয়ে চাটুগিরী প্রতাপ;
স্বভাবের ধ্যানে আঁকা।
=====================
ন্যায়-অন্যায় যাই থাকুক না,
নিজে যা করে তাই ঠিক জানা;
খুঁজে পেলাম বাস্তবতা।
খুনি যখন খুন করে,
তাই কাছে তাই ঠিক ধরে;
কাজে-কর্মে নিরবতা।
=====================
যে যাই করে ঠিক ভেবে করে,
বিবেকের মানদন্ডে বিচার ন’ ছাড়ে;
সমাজপতি এ কেমন নিষ্ঠুরতা।
তুমি যা জানো সব কি ঠিক,
সঠিক বিচারে ন’ মাপি দিক;
মনে ভিতরে গুপ্ত গাঁতা।
=====================
কামনা যে যার কাছে যাই করি,
সত্যের তরে ক’জন লড়ি;
ব্যস্ত সদা আনুষ্ঠানিকতা।
বলতে গেলে সত্য কথা,
কারো কারো মাথা ব্যথা;
দ্বিগুণ বাড়ে নষ্ট শ্রোতা।
=====================
পরক করি যে যাই সাজে,
নিক্তির মাল্লায় মাপুক বাজে;
মনেই জানে মনের ব্যথা।
হাসি খেলি যতই চলি,
আমার আমার যে যাই বলি;
অন্য কিন্তু বাস্তুবতা।
========০০০=========