আকাশ তোমার কষ্টগুলো মেঘ হয়ে জমে বেশি জমাট বেঁধে গেলে বৃষ্টি হয়ে ঝরে,
আমার বুকে ভীষণ ব্যাধি, কভু নাহি কমে
আঁখি দু'টি কাঠ হয়েছে, অশ্রু না যে পড়ে।


এত বিশাল চিবুক তোমার তবু ডুকরে কাঁদা
তোমার অশ্রু ধারণ করতে ধরণী বুক পাতে,
ছোট্ট খাঁচায় কষ্ট আমার যায় না রেখে বাঁধা
আমার চোখের দু'ফোটা জল কেউ নেয় না হাতে।


তোমার গর্জন উঠলে ভয়ে ধরিত্রী কম্পিত
তোমার ডরে লুকিয়ে পড়ে সমস্ত জীব জগৎ,
আমার আর্তনাদের শব্দ হিয়ার সীমায় অন্ত
আমার বুকে ছুরি দিয়ে, প্রিয় হলো মহৎ।


ও আকাশ, এবার আমায় তোমার মত গড়ও
নচেৎ আমার মাথা থেকে তোমার ছায়া সরাও।


কুড়িগ্রাম
৫ জুন ২০২০ইং