মৃত্যুতে যারা ভয় নাই,
এই ক্ষণ জীবন শেষেও তার ক্ষয় নাই,
ক্ষুদ্র অনুজীব দিল মানবতার দীক্ষা
তার কাছেই আত্ম সমর্পিত অর্জিত জ্ঞান ও শিক্ষা।


করেছ দুর্নীতি, গুম, খুন, ডাকাতি ও লুটতরাজ
গরীবেরে লাথি মারিয়া নিয়েছ সাধুর সাজ,
ধর্ষণের লালসায় যখন নারীর কাপড় মারলে টান
তারই রক্তে রঞ্জিত হল জাতির পতাকা খান।


কুলির রক্তে গড়লে অর্থের পাহাড় ও অট্টালিকা
রিক্সাচালকরে থাপ্পর মারলে পাঁচ টাকার লাগিয়া
মেয়ের শখের গাড়ি কিনলে কোটি টাকা দিয়ে
কাজের মেয়েটা রাস্তায় মরেছে প্রচন্ড জ্বর নিয়ে।


ছোট্ট করোনা কি তোমার ফিরিয়েছে হুশ?
আবরণ ঠেলে কি তোমায় করেছে মানুষ?
নাকি মুখোশে ঢেকেছ এখন তোমার বিভৎস মুখ?
পৃথিবী স্বাভাবিক হলে আবার হরন করিবে সুখ!


কুড়িগ্রাম
২০ জুন ২০২০ ইং