সৃষ্টিতে মোর দৃষ্টি নেই আজ,
ভ্রষ্ট রীতি, নষ্ট সমাজ।
রুদ্ধ কণ্ঠ, বন্ধ কলম
সর্বাঙ্গে ঘাঁ, কোথা দিব মলম?


যৌনতা আর ব্যভিচারে, মত্ত যখন যুবক-যুবতী
কে জ্বালাবে মশাল গো মা, কে জ্বালাবে বাতি?
করে যারা ধর্ষণ ও খুন, চালায় তারা নেশার জগৎ
তারাই নেতা তারাই দাতা, সালিশিতে তারাই মহত।


জ্ঞান অর্জনে অনীহা সবার
বিদ্যা নয় সনদ দরকার,
মন টানে না, মানের টানে
বইয়ের বোঝা মাথায় আনে,
শিক্ষকরা আর গুরু নেই আজ
তেল বাজি একমাত্র কাজ,
পান থেকে তার চুন খসে যেই
কান ধরে সে শাস্তি পাবেই।


সারাজীবন শ্রম দিয়ে
ঘুরে ফেরে পেনশনের ফাইল নিয়ে,
কর্তা বাবুর বাবার এ দেশ
জনতার তাই ফকিরের বেশ।


কবে হবে শোষণের শেষ
থাকবে না কোন অাহাজারীর লেশ?
দেশ মাতৃকার কদম চুমী
করবে সেবা কর্তা তুমি,
ভুখা, মিসকিন, ফকির যত
পাবে অধিকার, বাবুদের মত
কেউ করবে না ত্রাণ চুরি
দেশটা হবে স্বর্গপুরী।


কুড়িগ্রাম
৪ জুন ২০২০ ইং
দুপুর ১২.৩০ ঘটিকা।