পৃথিবী তুমি দিয়েছো আমায়
কষ্টে ভরে বুক
এ সংসারে পাইনি কারো
মায়ায় ভরা মুখ।
সবার জন‍‍্য এত করেও
পেয়েছি অবহেলা
আপনজনই পর হয়েছে
মন নিয়ে করেছে খেলা।
মন বোঝেনি কেউ কখনো
বুঝেছে সবাই ভুল
আমি অধম জীবন ভর
দিয়ে গেছি মাশুল।
ফুল দিয়ে কাটা পেয়েছি
হাসির বিনিময়ে কষ্ট
স্বার্থ ফুরালে দূরে সরে
মন করেছে নষ্ট।
এত কিছুর পর আজও
দোষী হলাম আমি
মান অর্থ সবই দিলাম
হলাম নাতো দামি।
সারাজীবন ঠকে গেলাম
সরল মনে ভেবে
পৃথিবী আমায় কষ্ট দিলো
অসহায় জেনে।