বাঁশের তৈরী ছোট্ট খাঁচায়
পুষলাম এক পাখি
আদর করে খাওয়াই তারে
যতন করে রাখি,
পাখির প্রাণে আমার প্রাণ
সে তো নাহি বোঝে
খাঁচা ভেঙ্গে যাবে উড়ে
সুযোগ কেন খোজে,
মনের খাঁচায় তারে আমি
করে রেখেছি বন্দি
উড়ে যেতে দিবনা কভূ
যতই করুক ফন্দি,
ভালবাসি তোরে পাখি
কেন বোঝিস না?
কথা দে আমায় ছেড়ে
কোথাও যাবি না!
ভালবেসে থাকব পাখির
জনম জনম ধরে
বুকটা আমি দলিল করে
দিলাম পাখির তরে।