নামেই শুধু স্বাধীনতা
নারীদের জীবন
স্বাধীন নামের শিকল পড়া
অন্ধকার এক ভুবন।
যে ভূবনে সূর্যের আলো
পড়েনা কোনো বাঁকে
এক টুকরো আকাশ দেখে
তাও জানালার ফাঁকে।
ঘরের কোণে কুয়োর ব‍্যাঙ
পুরুষশাসিত সমাজ
আলোর বদলে আধারে ঠেলে
এইতো তাদের কাজ।
শিক্ষার নামে অশিক্ষা তে
তুলনা চলেনা তার
রুপে গুনে সরস্বতি
না হলে চলে কি আর।
আটকে রেখে বদ্ধ ঘরে
চোখে দেখতে চায় দুনিয়া
একটু খানি অপারগতায়
হাজার কথা দিবে শুনিয়া।
সারাজীবন দুর্বল করে
করবে তাহাকে গঠন
পরক্ষণেই শক্তি দেখিতে
বিশ্বজুড়ে আয়োজন।
ধিক্কার জানাই এই পুরুষকে
যে নারীর পেটে জন্মেছে
সে নারীকে শিকল পরায়ে
পরাধীনতায় বেধেছে।