সবুর করো ধৈর্য্য ধরো
আসবে তোমার দিন,
এ আশাতে জনম গেল
রইলাম মূল্যহীন।
কত ধৈর্য্য রাখলে মনে
যন্ত্রণা এত সয়,
কত সবুর করলে পেটে
পাথর হজম হয়।
ক্রোধ ফেটে কান্না আসে
দুচোখ ভাসে জলে,
হাসিতে লুকাই এই ভেবে
লোকে যে কি বলে।
আর কত কাল কাটবে আমার
কবে,আসবে আলোর রেখা,
ধৈর্যের কাল ফুরাবে কবে
পাবো সুখের দেখা?
গেথেছি মনে ধৈর্য্য অনেক
দিশাহীন নই মোটে,
আশায় আছি কবে আমার
সবুরে মেওয়া ফোটে।