বলব আমি তাহার কথা
যার প্রানে মোর জান
সেই প্রানে আরেক প্রান
বিধাতা করিল দান।
তুমি বড় ভাগ্যবান জানো
পেয়েছো তুমি তাকে
আমার ভালবাসা যে
ভুলিয়ে দিয়েছে তোমাকে।
তোমার গায়ের গন্ধটা আর
আমার কাছে আসেনা
শুনেছি তা অন‍্য কারোর
আর আমার কাছে কল্পনা।
আমার চেয়েও বেশি নাকি
বাসে তোমায় ভালো
সপ্নের রানী হয়ে আজ
জালিয়েছে জীবনে আলো।
সাগরের মাঝে এক টুকরা
কাঠ ভেবে সে আগলেছে
আমার চেয়েও আদর করে
তোমার নামটি ধরে ডেকেছে।
আমার চেয়েও দুখিনি সে
এই জগতে মাঝারে
তাইতো পেল সে আলোর দেখা
আমি রইলাম আধারে।
শুনেছি তুমিও সযতনে
রেখেছ তাকে বুকে
যে বুকটা দলিল করে
দিয়েছিলে তুমি আমাকে।
যে মনেতে আমার অধিকার
ছিল সর্বপ্রথম
সে মন আজ আকুল রয়
অন‍্য কারো দর্শনে।
যে বুকে চোখ পড়লে
হইতাম আমি অস্থির
সে বুকে আজ অন‍্য কেউ
ঘুমিয়ে পায় সস্তির।
আমার সাথে না কথা হলে
ব‍্যকুল হইতে তুমি
সেই আমাকে মনেও পড়েনা
পর হয়েছি আমি।
না বলা ভাষা বুঝতাম সেদিন
আজ আর তারে বুঝিনা
শুনেছি তার সঙ্গি নাকি
অভিযোগ ও রাখেনা।
কলিজাতে টান পড়ে যায়
ভাবলে তোমার কথা
নিঃশ্বাস যেন বন্ধ হয়
বুকে করে ব‍্যাথা।
তবু তুমি ভালো থাকো
এই আমাকে ভূলে
সে যেন তোমার খেয়াল রাখে
রাখে হৃদয়ে তুলে।
আমার কলিজা পর হয়েছে
ছিড়ে নিয়ে বুকের পাজর
খোদা তারে সুখে রেখো
ডাকি করে হাতজোড়।