আজকে আমি চ‍্যালেঞ্জ করলাম
নিগৃহীত সমাজকে
মানবো আর তোমার বাঁধা
ভাঙবো তোমার আইনকে।
পারোনা তুমি দিতে কভূ
ক্ষুধার্ত কে আহার
শুধু পারো ভাঙতে যে ঘর
লোক লজ্জার বাহার।
বুঝতে পারোনা কারো মন
তুমি বড় নির্দয়
তোমার কারনে প্রিয়জন হারিয়ে
ভেঙেছে কত হৃদয়।
নিষ্ঠুর তুমি বেঈমান তুমি
অন‍্যায় তোমার শাসন
যে শাসনে ভালবাসা নেই
মিথ্যা সে ভূষণ।
তোমায় আজ ত‍্যাগ করে
দাড়ালাম আজ রুখে
বিরুদ্ধে দাঁড়িয়ে লড়ব আমি
তীর যত ফুটুক বুকে।
চ‍্যালেঞ্জ আজ তোমার প্রতি
বাধতে পারবেনা শিকলে তোমার
যা তুমি নিয়েছো কেড়ে
তার দ্বিগুণ করবো আমার।