["কত আর সেতু বাঁধি সুরে সুরে তালে তালে ॥"]
------------------------------------------
দু একটা দিন, যখন একাকী আমি
নিরালা আকাশ, কিচেনের কাজ শেষ,
টেলিফোনে শোনা হলো উডেড লট নতুন বাড়ির প্ল্যান,
নয়বা বাহামা ট্রিপ,
কারো মেয়ে হার্ভার্ড বা ইয়েল যাবে,
লেটেস্ট মডেল জাগুয়ার,
সিরামিক টাইল রেনোভেট করে হচ্ছে নীল পার্ল গ্রানাইট,
ইত্যাদি ইত্যাদি সে সব গল্প শেষ হবার পর করার আর কিছুই নেই
পেছনের লনে দেখি ক'টা বিষণ্ণ রবিন বসে আছে লাইলাক ডালে,
ঘাসের জলের স্প্রিঙ্কলারে ছটাৎ ছটাৎ শব্দ ছাড়া
নির্জন নিঃশব্দ পৃথিবী!


তখন ইচ্ছে হয় আগেকার মতো একাকী একাকী
আমি হেঁটে যাই
দুকাপ কফির কাপে সারাটা বিকেল
নয়বা
নদীর ধারে
কবিতার নাম করে তারকা কুড়োতে ......
জানা নেই কেন যাই তবু যাই অবান্তর কথায় কথায়
অলীক সে করতল ভরে
আঁচলে তুলে দেয় বৈকাল হ্রদ,
কানে বাজে, "এই নাও, তোমাকে দিলাম"
একটা সমগ্র হ্রদ আঁচলে তুলে নিয়ে তখন আমার
জামার ভেতর হাজারো অবাধ্য নোটন পায়রা
বাকুম বাকুম !


অলীক সব অর্থহীন মুল্যহীন ঝিলমিল তারকা কণিকা
নিয়ে ফিরে আসি, ফানুস বানিয়ে
উড়িয়ে দিই শূন্য আকাশে।
মাঝে মাঝে আমার
একাকী বিষণ্ণ বিকেলে!**
----------------
**এই কবিতাটাও "সায়নী মিত্র" ছ্দ্মনামে লেখা হয়েছিলো অন্য একটা সাইটে