** এই কবিতাটা অন্য একটা ছোটো সাইটে "সায়নী মিত্র" ছদ্মনামে লেখা হয়েছিলো
--------------------------


আমার কোনো সন্ধ্যা নেই আর,
হারিয়ে গেছে ওরা জলাধারে
বারেবারে সকাল দুপুর বিকেল বয়ে গিয়ে
সরাসরি রাত।


আমার কোনো সন্ধ্যা নেই আর।
সেটার সমস্ত রং মেঘ বানিয়ে নিয়ে গেছে একজন
নির্জন স্বাক্ষর দিয়ে লোপাট করেছে সেই রংবাজ
আমার সব সন্ধ্যার দোবাজ সাজ !
মেঘালয়ের গল্প বলে যেখানে সন্ধ্যাগুলো
সব নীল গারো পাহাড় আর জামবন
শীর্ণ ঝর্নার জলে ইমনের ঝঙ্কার
আমার তেমন কোনো সন্ধ্যা নেই আর।


চিলেকোঠার দরজা খুললেই আমি কার্নিশে
আলো আঁধারে তাকে ঝাপসা দেখতে পাই,
জলাধারে সাঁঝের রং দিয়ে সে আমাকে
ফের সাজাতে চায়
অতি সাধারণ একটা সন্ধ্যাকে সে অনুপমা
নিরুপমা করে দিতে চায়।
বলে, চলোনা হ্রদের ধারে সেখানে
আমরা আরো অনেক রং কুড়িয়ে নেবো
শিরীষ আর জারুল গাছের পাতা থেকে !
সেইসব রঞ্জক বার্নিশ করে তুলি বুলিয়ে
আমি তোমায় লীলাবালি বানিয়ে দেবো
সই তুমি দেখে নিও, তুমি দেখে নিও!!


আমি তখন জানালা দরজা খিড়কি বন্ধ করে দিই
চিলেকোঠার ঘরে আমার সমস্ত হারানো সন্ধ্যা গুলো
বন্দী করে বাক্সে ভরে রাখি
তার কাছে আমার অনেক ঋণ বাকী ।।


আমরাতো সেই হ্রদের ধারে আর যেতে পারবোনা
সেটা সে কুয়াশার ভেতর থেকে বুঝতে চায়না।
আমার আঁচলে মুখ ঘষতে ঘষতে তার
সমস্ত ইচ্ছে আর আবদারগুলো আগের মতই আমি
জামার ভেতরে ভরে রাখি। লীলাবালি সই আর
আমার হওয়া হলোনা!


আমার কোনো সন্ধ্যা নেই আর।