নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল
জলঙ্গি হতে চেয়েছিল ঝরা শুকনো পাতার ফসিল,
পাথরে নয়, ধূসর বইয়ের পাতার ভেতর!
আমার কোনো বইতে তাঁকে রাখা হলোনা
তাঁর জন্য আমার এই সেরিনাড!
=====================
রোজ ভাবি এই বনে – পাইন ওক্ উইলো’র ভিড়ে
শুকনো পাতার রাজ্যে শুয়ে আছো এই ঝরা পাতাদের মতো
কেমন মোজেক তুমি চাও যে আঁকতে বোলো তোমার শরীরে
তুমি’কি শ্রান্ত তবে এই ঝরা পাতাদের মত?


তা হলে সময় হলে চলে এসো
শুকনো পাতার রাজ্যে । মেরুন ব্লাউজ আর জরির স্লিপারে
নিঃশব্দে তুলে নেবো তোমার ফসিল ।


খুব বুঝি কষ্ট ছিলো ছাতামাতা জীবনের ব্যস্ত রুটিন?
শুকিয়ে যে গেছো তুমি এই ঝরা পাতাদের মতো !
কিছুই চাই না আমি, গান কথা কবিতার প্রগাঢ় সিম্ফনি
বিসর্জন করে এসো
রেখে এসো ধনী সেই সামুদ্রিক গন্ধ ভরা সঘন শরীর
আলোর মিনার হয়ে সর্বস্ব “ভেনাস” হয়ে হবে না দাঁড়াতে
বরং থাকবে শুয়ে চুপচাপ এই ঝরা পাতার প্রাসাদে
বিচিত্র মোজেক হয়ে, বেশী নয়, এই ধরো লক্ষ বছর?