হ্রদকে বলোনা, এই তুমি শান্ত কাকচক্ষু হও কাঁচের মতন
একটা  রাজশাহী জামদানি আজ রাতে তোমাতে সাঁতার দেবে;


গারো পাহাড়কে বলোনা, এই তুমি আরো গাঢ় হও
তোমার মেঘালয় আর গভীর অরণ্যে
আজ বিকেলে ঘন বৃষ্টি নামাবে
একজন কাশ্মীরী উলের কার্ডিগান উড়িয়ে!


সুরমা নদীকে বলোনা, এই তুমি আজ জোয়ার এনোনা,
কেননা আজ প্রভাতে
তোমার জলের কাছে একজন
সুরমা নয়
এক আঁচল কাজল চেয়ে নেবে!


এইসব কাউকে বা কোনোকিছুকে বলোনা
কেননা সে আসবে না আর কোনোদিন তোমাদের কাছে!
আর কোনোদিন না!