এই দ্যাখো কেমন সহজ
গাঙচিল আঁকা! ফাঁকা আকাশে দুটো ঢেউ
দুটো বাঁকা রেখা, জোড়া দাও, জোড়া দাও
কৌণিক ভাবে, আশ্বিন আকাশে
একটা অদৃশ্য তারকা ছুটে যাবে
তোমার পরিধি ছুঁয়ে
স্পর্শক রেখা হয়ে;
গাং চিল, গাং চিল, সে যে গাং চিল ...


ওকে তুমি সীমাবদ্ধ করে দাও
কিছু ঝাপসা মোহর দিয়ে
আলজিভ ঘ্রাণময়  লাল জলছাপ
জলে ভেজা কোটি কোটি সুচাগ্র
সম ক্ষুদ্র নয়নজুলির অণু
পরমাণু রেণু মাখা জলছাপ
বিলে, ঝিলে, তোমার নদীর জলে
হিমঝুরি ফুলে আদ্র সেই জলছাপ
জলছাপ জলছাপ সে যে জলছাপ ... ...


দেখবে তাতে
যেখানে থাকুক না কেন সেই
গাঙচিল ডানা মেলে আসবে উড়ে
তোমার জলের কাছে, সাদা কাশে
আশ্বিন আকাশে !