আমার হাতব্যাগে নাকি একটা বিগ ব্যাং যাদুঘর আছে,
এ কথা বলেছে সে হেসে হেসে, সে নাকি তারকা ঝড়ের
শব্দ শুনতে পায় ওটার ভেতরে।


চেনটা টানলেই নাকি দল দল নক্ষত্র কণা গায়ে মেখে জোনাকিরা
বেরিয়ে আসে থরে থরে হাস্নাহেনা ঝুলে যায় বাতাসে বাতাসে
নীহারিকা শন শন উড়ে যায় মহাশূন্য প্লাজমা সকাশে।।


"এই, তুমিতো তোমার জামার উদ্যান দেখতে দেবেইনা, সে কথা জানা,
তাই বলে তবে কিনা তোমার যাদুঘরটাও না?
এটা অন্যায়! তুমি কিন্তু আমার ওয়ালেট এই নাও যা ইচ্ছে দ্যাখো
কেবল মায়ের ছবি আর তোমার ঠিকানা ছাড়া কিছু পাবেনা।"


আরে হাবা তুমি, মেয়েদের ব্যাগ খুলতে নেই সেকথা জানোনা ?
ওতে কবিতা পাতা, শুকনো গোলাপ, চুলের ক্লিপ, ভারি কানের ঝুমকো ছাড়া
আরো কিছু ব্যক্তিগত জিনিস থাকতে পারে,
তুমিতো সুযোগ পেলেই ফিজিক্স সূত্র আওড়াও
অথচ মেয়েদের এতোটুকু ফিজিওলজি জানো কিনা আমার সন্দেহ হয়
হায়রে পোড়া কপাল আমার, একজন বৈধ প্রেমের নামে শীতল আমাকে
প্রায় জোর করে বলা যেতে পারে যখন তখন ছিঁড়ে ফেড়ে খায়,
আরেকজন বলে আহা কেমন করে ভ্রমর কামড়ে দিলো তোমার গলায়?
---
---
আরে? চোখ আমার ভিজে এলো যে অনেকদিন পরে?
দেখিতো, রুমাল টা আছে কিনা ওর সেই বিগ ব্যাং যাদুঘরে ... **


----------------------------
** এই কবিতাটা অন্য একটা ছোটো সাইটে "সায়নী মিত্র" নামে লেখা হয়েছিলো