একপ্রান্তে গেঁথে আছে নদী নালা বিল ঝিল বিচূর্ণ পৃথিবী
মৃত্তিকার বিবর্ণ সুবাস
বিচিত্র সে স্বপ্নিল, তবু তার জলদ অজ্ঞাতবাস !


আর প্রান্তে দিক দিগন্ত অফুরন্ত না-পাওয়া প্রতিমা !
সেতারের ছেঁড়া তারে বার বার বিশুদ্ধ সারং
রংহীন দুপুরকে অন্ধকারে ভরে নিয়ে ব্যথিত সন্ধ্যার
ইমন কল্যাণকে বাঁধতে গিয়ে দেখে
অন্য কোনো তার নেই
শূন্য তার চাবিহীন সমস্ত তোরঙ,


এই পথে নেই কোনো সজ্জিত তোড়ন
নেই কোনো হেডলাইট, হ্যালোজেন বাতি
নেই কোনো বাতিঘর, (নেই কোনো) রথের সারথি
এখন তাই সম্ভাব্য কোনো গন্তব্য নেই
আছে শুধু একজন পদ্মাক্সীর পায়ে বেদনা বিহীন
ক্লান্তিহীন অন্তলীন বিশিষ্ট আরতি!