ইচ্ছে হয়
ওই গোল মত চাঁদ টাকে ছিঁড়ে এনে
বোটা সুদ্ধ
এক গামলা বিশুদ্ধ লাইজল
ক্লোরক্স দ্রবণে
চকচকে জিয়ল চিতল
মাছ হয়ে এক ঘণ্টা সাঁতার কাটতে দিই !


তারপর সেটাকে
ধনে খালি শাড়ির আঁচলে বেঁধে
দশ দশটা দিন
তোমার জামার লুসেফেরিন
আর তোমার লাল
আল-জিভের অরগানিক গন্ধ মেখে
আমার ছাদের
তোমার সাধের
কাঠগোলাপ ডালে ঝুলিয়ে
রোদে দিয়ে রাখি!


তারপর কোনো অন্ধকার রাতে
আকাশের দিকে দুহাত তুলে বলি
এটা মিশ্রকেশী—সুকেশিনী ধনী ;
এটা অ-নির্বাণ প্রাপ্তি অর্জন বর্জন করেছে;
হে আল্লাহ হে ঈশ্বর হে যিশু খ্রীস্ট পিতা
এই নাও, ফিরিয়ে দিলাম
তোমাদের কলঙ্কহীন সুগন্ধি বিশুদ্ধতম চাঁদ!
(( মনে হবে যেন
আমি তোমাকেই ওনাদের কাছে ফিরিয়ে দিলাম)) --- ---!