এলোমেলো ছত্র সব সোলার টানেল গলিয়ে উড়ে আসে
অন্ধগলি থেকে, ১২৮ বিট বাইট অক্ষর ওরা,
কবিতা পাতায় অতিকায় সাইক্লোট্রন
পেতে বসে আছি এক গুগোল তৃষ্ণা নিয়ে
ওরা তারকা হয়ে আসেনা, হাজার বছর ধরে
অরোরা ঝড়ে বসে থাকা
একটা মালার মতো আঁকাবাঁকা জিরো ওয়ান দীঘল সঙ্কেত
যেটা কিনা টুপ করে ঝরে পড়ে এক ললাট অলীক শ্যামলী উঠানে
একটা ক্ষুদ্র বিন্দি হেন তার যথার্থ কোঅর্ডিনেট হারিয়ে মিসপ্লেসড হয়ে
এই বিশ্বে এনট্রপি বাড়িয়ে দেয়, ওই আনব্যালেন্সড্ টিপ,
দুটো নিঃসীম কালো পাখামেলা চিলের ওপরে সরিয়ে দিতে গিয়ে
শুনি, “তুমি এদ্দিন কোথায় ছিলে?”, আহা তুমিতো জানোনা
এক মেগা বিট
বাইট অক্ষরের যুঁই ঘ্রাণ পেতে চেয়েছি আমি, তাতে তুমি কিনা, এখনো একবিন্দু
বিন্দি বাঁকা জায়গায় লাগিয়ে ভাবো এক সহস্র মহাসিন্ধু আলিঙ্গন পাবে?
চলো, বরং আমরা বাইনারি অক্ষরে কথা বলি, বহুদিন ধরে, বহু শতাব্দী পরে
সম্পর্ক আদান প্রদান করি, হারিয়ে যাওয়া এক পুষ্পক রথে
শূন্য ভরা ক্ষয়ে যাওয়া অন্যকোনো সৌরজগৎে!