স্পর্শ করা যাক ধাতব স্টেনলেস স্টিল,
হরাইজন্টাল সারফেস সব শাইনিং ক্রিস্টাল ধ্বনি
টেন পারসেন্ট ক্রোমিয়াম আর এক শতাংশ কার্বন
আনমনা মন দিয়ে
স্পর্শ করি মিশ্র গ্রানাইট, কালছে পেতলের হুক, যেন ধূলো সুরকি হরপ্পা গাঁথুনি,
ব্যথিত শৈবাল, ফিনিসড ওক মেহগিনি, অন্ধকার, ইলাস্টিক পাতা বাহার,
ঝিনুক বোতাম, মেরুন  আলো, শিরীষ কাজল, স্নিগ্ধ শিথিল কপোল,
চক্ষু অণুবীক্ষণ ফোকাস করে মনোরম সাম্রাজ্য দেখি
খাইবার পাস যেন
যেসব কিছু কাটা পাথরের বুকে, শুকনো প্রেমের সিঁথি
সেই স্টেনলেস স্টীল ধারালো নাইফ দিয়ে নিপুণ
ধূসর পথ কেটে বুকে ঢুকে যায়। এদিকে এক প্রান্তর শোফা ফ্যাব্রিক
উলেন কার্ডিগান কোলে নিয়ে বসে আছে, এইসব দ্রব্য দ্রব্যাদি,
ওঃ ভুলে গেছি, কারো অর্গানিক কোমল অর্গান শীলালিত
মশারী জালের মতো শতচ্ছিদ্র ফার্ন চন্দ্রালোকে বার্ন করে পরে শিশিরে ভিজে
নৈশব্দের সুর তোলে, এবার বরং খুলেই দেই এই
সব দ্রব্য দ্রব্যাদি আর ওদের পয়ারের বেগুনি মোবাইল বিপণী, আমি কিনা
ফেরি করি অবারিত এক বিস্ময়কর গুলমোহর বনে
সাংসারিক আর সামাজিক আইনি লাইসেন্স বিনা,
ইচ্ছে হয়
করে দেই এই সমগ্র পৃথিবীটাকে আভরনহীনা।